রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুনসহ ০২ জন পাচারকারী আটক।
২১ জানুয়ারি (বুধবার) ২০২৬ তারিখ জোন কমান্ডারের নির্দেশক্রমে আনুমানিক ১৪:৫০ ঘটিকায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কচুছড়ি-মাঝিপাড়া সীমান্ত সড়ক এর ১৬ কিলো নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুনসহ ০২ জন পাচারকারী (১) সঞ্চয় চাকমা (৪০), পিতা- রাজকুমার চাকমা, গ্রাম-লাল্যাঘোনা এবং (২) চিরিঙ্গা চাকমা (৩৫), পিতা-মেগন্নাত চাকমা, গ্রাম-উগলছড়ি উভয়ের থানা-বাঘাইছড়ি ও জেলা রাঙ্গামাটি এবং ০১টি চাঁদের গাড়ী (ঢাকা-গ-৮৫৮৩) জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল ও গাড়ীর সর্বমোট সিজার সর্বমোট ১১,৩৬,৮০০/- টাকা।
আটককৃত মালামাল ও চাঁদের গাড়ীসহ আসামীদ্বয়কে নিকটস্থ বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পূর্বক সোর্পদ করা হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।