ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জোটের এক সংবাদ সম্মেলনে তারা এই অঙ্গীকার ব্যাক্ত করেন।
মির্জাপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ইয়াহ ইয়া খান মারুফ। সঞ্চালনা করেন উপজেলা কমিটির সেক্রেটারি আবুল কাশেম মৃধা।
বক্তব্য রাখেন জামায়াত (১০ দলীয় জোট) মনোনিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, খেলাফত মজলিশের টাঙ্গাইল জেলার সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ছিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মাওলানা বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এন সি পি) উপজেলার শাখার যুগ্ম সমন্বয়ক লিটন হোসেন প্রমুখ।
বক্তারা ঐক্যবদ্ধ মির্জাপুর গড়ার লক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেনকে আগামী নির্বাচনে বিজয়ী করতে মির্জাপুরবাসীর প্রতি আহবান জানান।