× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমকে বহিষ্কার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২২ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের বিএনপি নেতা মো. মোর্শেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, মো. মোর্শেদ আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।


দলীয় সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে একাধিকবার দলীয় সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাংগঠনিক ক্ষতি করার অভিযোগ ওঠে। বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কঠোর অবস্থান নেয়।


বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়, দলের নীতি ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়।


এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. মোর্শেদ আলমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয় বিএনপি নেতাদের অনেকে মনে করছেন, আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা বহন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.