আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেছেন। গতকাল বুধবারর ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারী আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা।
তবে এবারের নির্বাচনে প্রচারণার ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন ব্যানারের সংখ্যা নির্ধারিত লিফলেট থাকলেও নেই পোষ্টার এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে বিএনপি ও স্বতন্ত্র দুই প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনে ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান (তালা), ১০ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম চৌধুরী (হাত পাখা) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব, সাবেক এমপি মো.আমীর হোসেন ভূঁইয়া (লাঙ্গল)।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপীল বিভাগের পূর্ঙ্গ রায়ে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৭ জন। এ আসনে ১ টি পৌরসভা ও১৮ টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে হোমনা উপজেলার ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন যার মোট ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৭ হাজার ২১১ জন ভোটার রয়েছে।