ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুমা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বৈঠকটি রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাবা কল্যাণী চৌধুরী, ইউপি সদস্য জনমনি ত্রিপুরা, মেমং মার্মা ও চাইশৈহ্লা মার্মা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব উক্যথোয়াই চাক, ইউপি হিসাব সহকারী জনাব মোঃ আলাউদ্দীন, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রুমা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উক্যথোয়াই চাক বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট প্রদান সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণকে বিস্তারিতভাবে অবহিত করা হচ্ছে। বিশেষ করে কীভাবে সঠিকভাবে ভোট দিতে হবে—সে বিষয়ে সহজ ও বোধগম্যভাবে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত সকলকে গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়, যা ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।