খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ির পানুয়াছড়া সীমান্তে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্প্রতিবার ২২ই জানুয়ারী ভোররাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির অধিনায়ক এর দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল আনুমানিক ০২.৩০ ঘটিকায় ভারত হতে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখতে পায়। এক পর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেলটি বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি ভারতীয় ইয়ামাহা মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় এবং এর বাজারমুল্য আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকা।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।