× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেলদুয়ারে মতবিনিময় সভা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ১৪:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মো. আজমুল হক মত বিনিময় সভা করেছেন।


বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, সভার মধ্যমনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান তিনি।

নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে নির্বাচন সংশ্লিষ্টদের হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করারও তিনি পরামর্শ দেন। সভায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, আচরণবিধি সংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) টাঙ্গাইল মোছা. ফারহানা আরেফিন জুই, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা।

এসময়  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম,  উপজেলা সমাজসেবা কবর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, বিআরডিপি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.