× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২২ জানুয়ারি ২০২৬, ১৪:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


গতকাল বুধবার  দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রতীক বরাদ্ধের ঘোষণা করেন।


প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।


তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা।


জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম মাছ এবং স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মুফতি বেলাল আহমদ কাপ-পিরিচ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।


এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.