× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশনে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় যৌথভাবে ফুট পেট্রোলিং পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নৌবাহিনীর কমান্ডার সৈয়দ মোস্তফা আমনুন আহমেদ (ই) বিএন এর নেতৃত্বে এ পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। এতে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশগ্রহণ করে।


দুলারহাট আদর্শ কলেজ এলাকা থেকে শুরু হয়ে দুলারহাট বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে এ পেট্রোলিং পরিচালিত হয়। নির্বাচনী সময়ে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়।


এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার যে আইনত দণ্ডনীয় অপরাধ—সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যেকোনো নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।


নৌবাহিনী ও পুলিশ জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল ও অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.