× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন পরিচালনা কমিটিতে থেকে অব্যাহতি চেয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের স্ট্যাটাস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ ( ঈশ্বরদী আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। প্রতিক বরাদ্দের পর ইতিমধ্যে দলটির পক্ষ থেকে এই আসনে প্রচার প্রচারণা শুরু হয়েছে। গঠন করা হয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিও।


বুধবার রাতে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির ২৩৪ সদস্য বিশিষ্ট ওই নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করা হয়।


তবে কমিটি প্রকাশের পর থেকেই পক্ষে বিপক্ষে নানা মন্তব্যে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এরই মধ্যে সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। 


ফেসবুক পোস্টে শরীফ লিখেছেন, বিগত দিনে প্রকাশ্য দিবালোকে নৌকা করা চিটার গুলোর নাম নির্বাচন পরিচালনা কমিটির তালিকায় শীর্ষে অবস্থান করছে।

তাই এ তালিকা থেকে আমি আমার নামটা প্রত্যাহার করে নিচ্ছি এবং আমি আমার নামটা বাদ দেয়ার করজোর অনুরোধ করছি, নচেৎ সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হবো।


ওই পোস্টের নিচে তিনি আরো, বিএনপি'র চেয়ারম্যান Tarique Rahman, পাবনা জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী Habibur Rahman Habib এর সুদৃষ্টি কামনা করে ট্যাগ করেন। যা ইতিমধ্যে ভাইরাল।


এবিষয়ে মুঠোফোনে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, বিগত ১৭ বছর যারা হামলা মামলায় ১ থেকে ৫ সিরিয়ালে থাকতো তারা আজ মূল্যায়নের সময় তালিকার পেছনে সিরিয়াল পাচ্ছে। আর যারা বিগত দিনে আওয়ামীলীগের হয়ে নৌকার পক্ষে কাজ করেছে তারা নির্বাচন পরিচালনা কমিটির প্রথমে জায়গা পেয়েছে। আগামী সংসদ নির্বাচনে দলের আদর্শ মেনেই ধানের শীষের পক্ষে কাজ করবো। আমি ধানের শীষের বিপক্ষে নই। আমরা তালিকায় না থাকলেও সমস্যা নেই, সাধারণ কর্মী হিসেবে ধানের শীষের নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করবো। 


এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন বলেন, কারো একক মতামতে কমিটি গঠন করা হয়নি। সকল ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কোন আওয়ামী নেতাকর্মী নয়, বরং বিএনপির দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এখানে কারো সাথে কারো হিংসা বা ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, হয়তো সেখান থেকে আক্রোশমূলক মন্তব্য আসতে পারে। তবে যারা প্রকৃত জিয়া আদর্শের সৈনিক তারা নামের সিরিয়াল আগে পরে নিয়ে বসে থাকবে না। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.