লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিঞার সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় অবস্থিত হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমা হাবিবা খাতুন ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিঞার সহধর্মিণী। মানবিকতা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ এই নারী জীবদ্দশায় নীরবে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা বিস্তার, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং দুঃস্থ পরিবারের কল্যাণে তাঁর অবদান আজও স্থানীয় মানুষের স্মৃতিতে অম্লান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তৌহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তাঁর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আসহাবুল হাবিব লাভলুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রোকনউদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব হাসান আলীসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মরহুমা হাবিবা খাতুনের মানবিক গুণাবলি, সমাজসেবায় তাঁর অবদান এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।