নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ইটভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে কিলনের আগুন নিভিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া ও খিয়ারজুম্মা এলাকায় অবস্থিত মো. রেজাউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস এস জেড ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।
এছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয় এবং কিলনের আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। অভিযানে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।