ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলবাড়ীয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিষেধ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আরিফুল ইসলাম।
সভায় ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কো.নো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে আইন মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ যাতে সুন্দর ও উৎসবমুখর থাকে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার, সেনাবাহিনীর ক্যাপ্টেন নোমান, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বতন্ত্র প্রার্থীগণ এবং স্থানীয় সাংবাদিকরা।