বৃহস্পতিবার সকাল ১১টায় এক জরাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী তথা ১০ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। পৌর সদরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাচনী আচরণবিধি, প্রচার কার্যক্রম, গণমিছিল, দশ দলীয় জোটের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ১০ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, তাঁর দলের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে যে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে ও অমুসলিমদের দেশে রাখা হবে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নারীদের শালিনতার মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগানো হবে এবং খুলনায় একজন অমুসলিমকে মনোনয়ন দিয়ে সেটাও ভুল প্রমাণিত করেছে।
দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও ফজলুল হক শামীম, জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মজিদ, খেলাফত মজলিসের রফিকুল ইসলাম, এনসিপির আহবায়ক মামুনুর রশীদ মামুন, খেলাফত আন্দোলনের আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, শাহজাহান নূরী প্রমুখ বক্তব্য রাখেন।