× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আচরণ বিধিমালা লঙ্গনের দায়ে জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

২২ জানুয়ারি ২০২৬, ১৭:১৩ পিএম

নির্বাচনী আচরণ বিধি মালা লঙ্গনের দায়ে জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ) কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ২৫ জানুয়ারী  সকাল ১১:০০ ঘটিকায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) জামালপুরের বকশিগঞ্জের সিভিল জজ ও ১৪০ জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি আরিফ হোসাইন দুপুরে  কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।


এদিকে কারণ দর্শানোর নোটিশটি অতি সত্বর জারি করে জারির প্রতিবেদন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কার্যালয়ে অতি সত্বর প্রেরণ কারার জন্য মেলান্দহ অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে ।  পাশাপাশি  বাংলাদেশ নির্বাচন কমিশন এর মাননীয় সচিব, জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার,  নির্বাচন কমিশনের উপসচিব (আইন), জামালপুর পুলিশ সুপার, জামালপুর জেলা নির্বাচন অফিসার,  মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ, অফিস কপিকে অনুলিপি প্রদান করা হয়েছে  ।  

নোটিশে উল্লেখ্য করা হয়েছে,  গত ২১জানুয়ারী দুপুর ২:০০ ঘটিকার সময় মেলান্দহ উপজেলার অর্ন্তগত হাজরাবাড়ী বাজার কর্মী-সমর্থক সহ মিছিল করেছেন স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ এমন  ১টি ভিডিও ক্লিপ সত্য মর্মে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে।  যার ফলে ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন মর্মে অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয় বলে উল্লেখ্য করা হয়।  

এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভকে একাধিকবার কল দেওয়া হলে নাম্বার রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান জানান,ইতিমধ্যে কপি পেয়েই আদেশ জারী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে  ।   

 মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বিকাল ৪ টা ৪৫ মিনিটে মুঠোফোনে জানান, আমি অন্যভাবে শুনেছি। এখন পর্যন্ত হার্ড কপি পাইনি।  জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে ৪ টা ৪৮ মিনিটে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.