গণতান্ত্রিক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’-এই স্লোগান নিয়ে গাইবান্ধায় প্রচারণামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে এ পথনাটক অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজন ও সুন্দরবন থিয়েটার যৌথভাবে এই প্রতারণামূলক কর্মসূচির মাধ্যমে জনগণকে ভোটদানে উৎসাহিত করা ও গণতান্ত্রিক সংস্কারে সক্রিয় হওয়ার বার্তা প্রদান করে।
পথনাটকটি বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলেছে। নাট্যকার ও অভিনয়শিল্পীরা বিভিন্ন দৃশ্যে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন গণতান্ত্রিক অধিকার, দায়িত্ব ও ভোট প্রদানকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও ঐক্যের গুরুত্ব। নাট্যাংশে তুলে ধরা হয় ভোটবর্জন ও নির্ধারিত তথ্যের অভাবে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান আর এগুলোর প্রতিকারের জন্য সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সুজন গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব প্রবীর চক্রবর্তী বলেন, “এ ধরনের সাংস্কৃতিক কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধুমাত্র ভোট প্রদান নয়, নাগরিক হিসেবে আমরা কি দায়িত্ব পালন করছি, তা ভাবতে হবে। ভোটই একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে।” তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জনগণকে আরেক ধাপ এগিয়ে আসতে হবে।”
স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়ার মাধ্যমে নাগরিকরা দেশের উন্নয়ন ও জীবনের প্রতিটি প্রশ্নে প্রভাব ফেলতে পারে।
পথনাটক শেষে আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ভোট প্রদান ও গণতান্ত্রিক অংশগ্রহণে ব্যাপক পরিবর্তন আসবে এবং এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্মাণের ক্ষেত্রেও সহায়তা করবে।