× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দ্য সংলাপ অনুষ্ঠিত; উন্নয়ন, মাদক নির্মূল ও তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার প্রার্থীদের

পটুয়াখালী প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ১৮:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দ্য ও জবাবদিহিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের স্বনির্ভর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও পটুয়াখালী প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে পটুয়াখালী-১ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। এতে গণধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম, আমার বাংলাদেশ পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর গৌতম চন্দ্র শীল এবং বিএনপির প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ বায়েজিদ পান্না বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সংলাপে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পটুয়াখালী কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

মুখোমুখি জবাবদিহিমূলক এই সংলাপে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিডিও প্রশ্ন উপস্থাপন করা হয়। পরে একে একে প্রার্থীরা মঞ্চে উঠে নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণ এবং তরুণ সমাজকে উজ্জীবিত ও কর্মমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংলাপ শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি সম্মিলিত গাইডলাইন প্রণয়ন করা হয়, যা আগামী নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.