আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রচারনা উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণসহ কর্মকর্তাদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, শিক্ষক, ইমাম মোয়াজ্জিম ও গণমাধ্যমককর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কশিনার ভুমি তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, মির্জাপুর থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. ফরিদ হোসাইন এবং সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।