ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে জাতীয় পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজ (২৩ জানুয়ারি) শুক্রবার বাদ জুম্মা নিজ গ্রামে দোয়ার আয়োজনের মধ্য দিয়ে প্রচারণার শুভ সূচনা করেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও নাটোর-৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম ইউসুফ আহেমদ।
এ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা নিজ গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক, নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাঝগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিন্নাত আলী, বড়াইগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মতিন হোসেন, জোয়াড়ী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আব্দুল কাদের,
গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশিদুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময়কালে এম ইউসুফ আহমেদ বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।
নেতাকর্মীরা জানান, পর্যায়ক্রমে নাটোর-৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম জোরদার করা হবে।