পাবনার ঈশ্বরদীতে মদ্যপ অবস্থায় বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সরকারি টিএসপি সার বোঝাই ট্রাকে অগ্নি সংযোগের ঘটনায় বিএনপির ছাত্রদলের দুই নেতাসহ একজনকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় রিয়াদ নামে মুলক আসামীসহ অপরজনকে আটক করতে পারেনি পুলিশ। অগ্নিকান্ডে পুড়ে গেছে বেশ কিছু বস্তা সার।
শুক্রবার(২৩ জানুয়ারি)দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ তাদের পাবনা আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন পাবনা আইন কলেজের জিএস পরিচয় প্রদানকারী জাকির হোসেন খান জ্যাকি, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বিশ^বিদ্যালয়ের তিনবারের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিচয়দানকারি আব্দুল্লাহ আল মামুন এবং ব্যবসায়ি পরিচয় প্রদানকারী আতাউল হক। তাদের তিনজনের বাড়িই পাবনার কালাচাঁদপাড়া। তারা প্রত্যেকেই পাবনা-৫ আসনের ধানের প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সমর্থক বলে পরিচয় দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দাশুড়িয়ার ট্রাফিকমোড় থেকে আটক করে থানায় আনে পুলিশ।
ক্ষতিগ্রস্থ ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৪৪২) এর চালক ঈশ^রদী দাশুড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে ট্রাক চালক সুমন বলেন, তিনি যশোর নওয়াপাড়া থেকে সরকারি গোডাউন থেকে টিএসপি সার বোঝাই করে রাজশাহী যাচ্ছিলেন। পথেমধ্যে উপজেলার দাশুড়িয়া মোড়ে ট্রাকের মবিল ট্যাংকি ফেটে রাস্তায় মবিল পড়ে যায়। তখন তিনি ট্রাকটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যান। এরপর তার ট্রাকের হেলপারকে মবিল পড়ে যাওয়া স্থানে বালু ফেলতে পাঠান। এরমধ্যে মোটর সাইকেল যোগে আসা ওইতিনজন মবিল পড়ে থাকাস্থানে পড়ে যান। তখন স্থানীয় যুবক রিয়াদ ও অজ্ঞাত আরো একজন মিলে মোটর সাইকেলে আসা তিনজনকে নিয়ে গ্যারেজে এসে বাক বিতন্ডাসহ মারপিট শুরু করেন। এক পর্যায় রিয়াদসহ অপরজন ট্রাকে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ট্রাকের ভিতরে থাকা নগদ ৩৫ হাজার টাকা চুরি করে ও মোবাইল ফোনটি ভাংচুর করে। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আদালতে প্রেরণকারী ওই তিনজন ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে জড়িত নয়। তারপরও পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান বলেও অভিযোগ করেন সুমন।
চালক সুমন আরো বলেন, ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ায় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভান। এই সময় রিয়াদসহ অপরজন পালিয়ে যান। অগ্নিকান্ডে বেশ কিছু বস্তা সার পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য থানা থেকে তাকে ডাকা হবে জানিয়ে মোবাইল ফোন নম্বর নিয়ে আসলেও পরবর্তিতে তাকে আর ডাকা হয়নি বলেও জানান সুমন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের তিনবারের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিচয়দানকারি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা রাতে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও ঈশ্বরদী-আটঘরিয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়ি সাহাপুরে গিয়ে দেখা করে তারা তিনজন মোটর সাইকেল যোগে ঈশ^রদীর নতুনহাট গ্রিনসিটি সংলগ্ন গ্যালাক্সি বার থেকে মদ সেবন করে পাবনায় ফিরতে ছিলেন। পথে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে রাস্তায় পড়ে থাকা মবেলের কারণে তাদের মোটর সাইকেলের চাকা সড়কে তারা সড়ক দূর্ঘটনায় শিকার হন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানা নিয়ে আসেন। তবে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে জড়িত নন বলেও দাবী করে দাবী করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুজ্জামান বলেন, আটককৃত তিনজনকে অপরাধ প্রতিরোধমুলক ধারা (১৫১ ধারায়) আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর কয়েকবার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে রিং দেওয়া হলেও ওসি রিং কেটে দেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
