নড়াইলের প্রয়াত সাবেক দু'জন এমপির কবর জিয়ারত করেছেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরনমোড় এলাকায় পৌঁছালে স্হানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেত-কর্মীরা তাকে স্বাগত জানান।
লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো: হান্নান মোল্যার সভাপতিত্বে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মো: আজাদুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ,
বিএনপি নেতা হাদিয়ার রহমানসহ প্রমুখ। এরপর মরনমোড় বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেএম ফরিদুজ্জামান ফরহাদ জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এম. মকবুল হোসেন এবং একই ইউনিয়নের বাবরা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জানের কবর জিয়ারত করেন। এরপর তিনি লাহুড়িয়া ইউনিয়নের ঝাঁমারঘোপ এলাকায় গণসংযোগ করেন।
সেখান থেকে এসে তিনি লোহাগড়ার কুন্দশী, মঙ্গলহাটা,ও মল্লিকপুরে নির্বাচনী গনসংযোগ করেন।