রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় সিয়াম বাবু নামের ৯ বছরের শিশুকে হত্যার মামলার প্রধান আসামি মো.কাইয়ুম উদ্দিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তি সহায়তায় ঘাতক কাইয়ুম কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ।নিশ্চিত করেছে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমি যতদিন এই থানায় আছি কোন অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।
জানা যায়, নিহত শিশুটি গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯ টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান।সেখানেই নিখোঁজন শিশুটি। সারারাত ধরে খোজা খুঁজির পর শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বদরগঞ্জ থানায় এসে কাইয়ুমের উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম। শুক্রবার দুপুরে তার লাশ পাওয়া যায় একটি ধান ক্ষেতের পাশে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার রাত ৯ টায় তথ্য প্রযুক্তি সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত জোরদার করা হয়েছে।