খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র(কম্বল)তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান, মো. ফরিদ উদ্দিন, সাবেক দলনেতা মো. আব্দুল মালেক, সাবেক দলনেতা-১ মো. হাসান আল মারুফ।
এছাড়াও অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের উপ-দলনেতা আশিক রঞ্জন ত্রিপুরাসহ উপজেলা ইউনিটের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, "তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।" তিনি আগামীতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য যুব সদস্যদের প্রতি আহ্বান জানান।