× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক ধানের শীষ এর স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ অভিভাবকদের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃজানাগেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে  উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব  ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।


স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তীব ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন‍্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার  পরিবেশের জন্য ক্ষতিকর। 

অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এবিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিলেল সাড়ে ৩টায়  উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর নেতৃত্বে ছাত্রদলের বেশ কয়েকজন ছেলে এসে জোড় করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় স্লোগান দেয়।

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস  এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।

এবিষয়ে সহকারি রিটার্নিং অফিসার  ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রোনাল ইনকুয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত‍্যতা যাছাই করে ব‍্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.