× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নীলফামারী-৪ আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭ পিএম

ছবি; সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।


শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।


কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম, বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এবং জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা লঙ্ঘন করেছেন।


নোটিশ অনুযায়ী, বিধিমালার ১৮ ধারা অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এ বিধি অমান্য করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের এক অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।


এছাড়া একই বিধিমালার ৭ (চ) ধারার (ঙ) উপধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি সম্বলিত ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন না। কিন্তু বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এ বিধি লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।


অন্যদিকে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম বিধিমালার ৭ (ঙ) ধারা লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় রঙিন লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।


নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জবাব পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.