× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে বসতবাড়ির পাশে থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে একটি পরিত্যক্ত তাজা গ্রেনেড পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পাশ থেকে এটি উদ্ধার করা হয়। বর্তমানে জননিরাপত্তার স্বার্থে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশের একটি পুকুরে কয়েকদিন আগে মাছ ধরা হয়। সে সময় কাদার মধ্যে গ্রেনেডটি পাওয়া গেলেও স্থানীয়রা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। তারা সাধারণ বস্তু মনে করে পাশের একটি জমির খাদে সেটি ফেলে দেন।

শনিবার সকালে মিন্নত আলী নামের এক ব্যক্তি ওই জমিতে ঘাস কাটতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে বিষয়টি জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা লাগিয়ে এলাকাটি সাধারণের চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।


এলাকাবাসীর ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। ১৯৭১ সালে পতনউষার ইউনিয়নের পাশের শমশেরনগর বিমানবন্দরে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। যুদ্ধের সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর গ্রেনেডটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে।


বর্তমানে ওই এলাকায় উৎসুক জনতার ভিড় এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.