ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি রোজ শনিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ এর আয়োজন করেন।
স্থানীয় সরকার পল্লী ঊন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,পুরহিত, সাংবাদিকদের গনভোট সম্পর্কে প্রচারনায় অংশ গ্রহনের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোলাইমান হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম মুন্সি প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা কো-অডিনেটর এস এম ওমর ফারুক।