× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুর-১ আসনে ভিন্ন চিত্র: ছেলে এনসিপির প্রার্থী, বাবা বিএনপি

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৬ পিএম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দেখা গেছে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক চিত্র। একই পরিবারের দুই সদস্য ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে বিপরীত মেরুর প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন—যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব আলম। তার নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। অন্যদিকে, তার বাবা আজিজুর রহমান বিএনপির একজন সক্রিয় নেতা। তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রকাশ্যে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ভোট চাচ্ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। প্রতিটি পথসভাতেই তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ছেলের বিপক্ষে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন,

“পরিবার আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজনীতি আমার আদর্শের জায়গা। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান বদলানো সম্ভব নয়। তবে বাবা হিসেবে ছেলের মঙ্গল কামনা করি।”

এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, “বিষয়টি আমার জানা আছে। তবে এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে বাবার কাছ থেকেই বক্তব্য নেওয়া যেতে পারে।”

এদিকে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, “আজিজুর রহমান একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। তিনি প্রমাণ করেছেন—ব্যক্তির চেয়ে দল বড়, সম্পর্কের চেয়ে আদর্শ বড়। তার মতো নেতাদের কারণেই আমাদের বিজয় নিশ্চিত।”

রাজনীতি ও পারিবারিক সম্পর্কের এই ভিন্নধর্মী সমীকরণ এখন রামগঞ্জের ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.