× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তাহেরের মতবিনিময়

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট :

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াত কার্যালয়, খাতাপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আবু তাহের। বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। সমাজ গঠন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ মুহাম্মদ শাহ আলম, লালমনিরহাট শহর আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন, জেলা অফিস সম্পাদক মুহসিন আল কারীমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।


মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে লালমনিরহাট জেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।


সভায় বক্তারা জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংবাদমাধ্যমের গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একটি সমৃদ্ধ ও শান্তিময় লালমনিরহাট গড়তে রাজনৈতিক দল ও সংবাদকর্মীদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.