× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেল্পার নিহত, আহত ২০

মো. রফিকুল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও যাত্রীবাহী পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেল্পার  নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।


শনিবার(২৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, ট্রাকের চালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ(২২), হেলফার রাশেদ(৩০)। প্রাথমিকভাবে হেল্পারের বাড়ি ও বাবার নাম জানা সম্ভব হয়নি। 


পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,বরিশাল থেকে ছেড়ে আসা, কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সাথে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন।


বিয়য়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন সংবাদ সারাবেলা'কে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.