× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব’

২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৮ পিএম

উত্তরী হাওয়ায় ভেসে ভেসে ষড়ঋতুর বাংলাদেশে আগমন ঘটে শীতকালের। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে পড়ে যায় হরেক রকম পিঠা তৈরির ধুম। বাঙালির এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার ও শুক্রবার (২২ ও ২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

দুইদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির ৭ টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। পিঠার পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লিগীতি, নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই পরিবেশনা উৎসবকে দেয় ভিন্নমাত্রা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনাও অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘পিঠা উৎসব-১৪৩২’-এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.