× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলে এনসিপির প্রার্থী, ধানের শীষে ভোট চাইলেন বাবা

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৮ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‘বাবা বনাম ছেলে’র লড়াই রাজনীতির মাঠে এই রামগঞ্জ আসনের নির্বাচনি আমেজকে আরও উসকে দিয়েছে। ভোটারদের মতে, এটি বাংলাদেশের সুস্থ রাজনৈতিক চর্চা ও ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার এক অনন্য উদাহরণ।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটের লড়াইয়ে এক চমকপ্রদ ও বিরল রাজনৈতিক দৃশ্যপট তৈরি হয়েছে। একই পরিবারে দুই ভিন্ন আদর্শের সহাবস্থান এখন স্থানীয় ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়ে ছেলে যখন ‘শাপলা কলি’ প্রতীকে লড়ছেন, বাবা তখন প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন।

এদিকে, বাবা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া ঘটনায় ১০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি এই আসনের সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্ন ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইছাপুর ইউনিয়নের অন্তত ১৮টি পথসভায় বিএনপির প্রার্থীর সঙ্গে সশরীরে অংশ নেন আজিজুর রহমান। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চান।

জানা গেছে, আজিজুর রহমান আগে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  তার ভাই অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর মাহবুব আলম জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হন। পরবর্তীতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হন। সংসদ নির্বাচনে ১০-দলীয় জোটের পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ আসনটি মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়। এই আসনের জামায়াতের উপজেলা আমির এডভোকেট নাজমুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়ান।

রামগঞ্জের স্থানীয় ভোটাররা বলছেন, ‘মাহবুব আলমকে নিজের বাবা ভোট দেবে না, তাকে সাধারণ ভোটাররা কিভাবে ভোট দেবেন? যে নিজের পরিবার ম্যানেজ করতে পারে না, এই আসনের ২ লাখ ভোটারকে কিভাবে ম্যানেজ করবে?’

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। তবে বাবা হিসেবে ছেলের জন্য তার দোয়া সবসময় থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিজের বাবার এমন বিপরীতমুখী প্রচারণার বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব  সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.