× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে সরকারি জমি উদ্ধারে প্রশাসনের অভিযান, উচ্ছেদ চারতলা ভবন

খোর্শেদ আলম জুড়ী মৌলভীবাজার)

২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

ছবি: সংবাদ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি চারতলা ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


প্রশাসন সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি জমি যা মৃত হিলাড়ী মিয়ার নামে রেকর্ডভুক্ত দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্বেচ্ছায় জমি ছেড়ে না দেওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়।


শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয় এবং এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অভিযান শেষে দখলকৃত সরকারি জমি উদ্ধার করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।


জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ সরকারি সম্পত্তি দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।


উচ্ছেদ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের কারণে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং জনস্বার্থ রক্ষা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.