× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় নির্বাচন সামনে রেখে মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করলেন নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল কমান্ডার

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার।

২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কক্সবাজারের  মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন। 

গতকাল রবিবার দুপুরে তিনি মহেশখালী উপজেলার লিডারশীপ হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার সহ নৌ বাহিনীর সদস্যরা। পরে ক্যাম্প মিলনায়তনে নির্বাচনকালীন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার ইমরান মাহমুদ ডালিম,  মহেশখালী থানার ওসি তদন্ত রতন কুমার শীল, নিবার্চন কর্মকর্তা প্রমূখ।

পরিদর্শনকালে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বলেন জাতীয় নিবার্চনে নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান উপজেলার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.