জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কক্সবাজারের মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন।
গতকাল রবিবার দুপুরে তিনি মহেশখালী উপজেলার লিডারশীপ হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার সহ নৌ বাহিনীর সদস্যরা। পরে ক্যাম্প মিলনায়তনে নির্বাচনকালীন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি তদন্ত রতন কুমার শীল, নিবার্চন কর্মকর্তা প্রমূখ।
পরিদর্শনকালে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বলেন জাতীয় নিবার্চনে নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান উপজেলার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।