বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এর আগে যখন এমপি বা মন্ত্রী বা সরকারে ছিলাম নির্বাচনের আগে এই হালতির বিল একটা বিশাল বিল।
এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় ধু ধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বিলের মাঝ খান দিয়ে রাস্তা প্রতিশূতি দিয়েছিলাম সাব মারসিবল রোড সেই রোড আমি বিলের ভিতর দিয়ে করেছিলাম। আগামী নির্বাচনে তারা যদি আবারো আমাকে নির্বাচিত করে তাহলে এই বিল হালতি প্রোজেট এই বিলে এক ফসল হয় আগামী দিনে যেন তিন ফসল হয় এই প্রতিশূতি দিচ্ছি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সারা নাটোরের মানুষঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রতীকে তারা আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
তিনি আজ রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলা মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারনা তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মজিবর রহমান, সাইদুর রহমান বিটল সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।