১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন (ঘোড়া প্রতীক) স্থানীয় সাংবাদিক সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক জসিম উদ্দিন ফুলবাড়ীয়া সংসদীয় এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরিবেশ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
জসিম উদ্দিন তিনি বলেন, ঘোড়া শক্তির প্রতীক, যুদ্ধের প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করা নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, অতীতে কে কী ভূমিকা পালন করেছে এবং কে কোন তকমা লাগিয়ে রাজনীতি করেছে তা ফুলবাড়ীয়ার জনগণ ভালোভাবেই জানে।
অধ্যাপক জসিম উদ্দিন আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। ঘোড়া প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে আজ জনতার ঢেউ নেমেছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি সব প্রার্থীকে যেন সমান চোখে দেখা হয়।
নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত হবে। নির্বাচনে বিজয়ী হলে ফুলবাড়ীয়ার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি ঘোষণা দেন ফুলবাড়ীয়া কলেজ সরকারি করা হবে। পাঁচটি হাই স্কুল ও একটি কারিগরি কলেজ সরকারি করা হবে। ফুলবাড়ীয়া ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।প্রতি বছর হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবির হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, ঐক্যবদ্ধ জনতার ফুলবাড়ীয়া পৌরসভার আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর কাজী ঈমান আলীসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।