ছবি: সংবাদ সারাবেলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা. ২০২৫ ইতোমধ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তফশীল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর সংশ্লিষ্ট অঞ্চলের রিটার্নিং কর্মকতারা বৈধ প্রার্থীদের সাথে আলোচনার মাধ্যমে আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিতভাবে প্রত্যেককে অবগত করেছেন। কিন্তু এরপরেও আচরণ বিধি লঙ্ঘণের মতো অপরাধ প্রবণতাকে থামিয়ে রাখা যাচ্ছেনা। বিধি ভঙ্গ করে অনেকেই চালাচ্ছেন প্রচার প্রচারণা। রাজশাহী নগরীতেও ঘটছে সেই বিধি লঙ্ঘণের মতো প্রবণতা।
ভোটের মাঠে প্রার্থীদের প্রচার প্রচারণা চালানোর জন্য লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের মতো প্রচার উপকরণ/সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়নকৃত ‘নির্বাচন আচরণ বিধিমালা. ২০২৫’- এ স্পর্শভাবে নির্দিষ্ট নিয়মনীতি ও বিধি নিষেধের কথা বিস্তারিতভাবে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, রেক্সিন, পলিথিন, প্লাস্টিকের (পিভিসি) মতো অপচনশীল দ্রব্য যাহা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোন উপাদান দিয়ে নির্বাচনী প্রচারণার কোন সামগ্র্রী বা নির্বাচনী উপকরণ তৈরি করা যাবেনা। এছাড়াও নির্বাচনি এলাকায় প্রচারণায় ব্যবহৃতব্য ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা-কালো রঙের হতে হবে; রঙ্গিন বা কালার ব্যানার বা অন্য কোন নির্বাচনি সামগ্রী ব্যবহার করা যাবেনা। নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সকল প্রকার সামগ্রী হতে হবে সাদা-কালো। প্রার্থীর নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৩ মিটারের বেশি হবেনা।
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালেহ আহমেদ প্রিন্স মোটরসাইকেল প্রতীক লড়বেন ভোটের মাঠে। নিজ কর্মীদের দিয়ে বিলিয়ে বেড়াচ্ছেন্ন লিফলেট ও হ্যান্ডবিল। নিজেও দাঁপিয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। হ্যান্ডবিল ও লিফলেট তৈরিতে তিনি নিয়ম ভঙ্গ না করলেও ‘নির্বাচন আচরণ বিধি’ তিনি ভঙ্গ করেছেন বিশালাকার রঙিন ব্যানার তৈরির মধ্যদিয়ে। কালার ব্যানার তৈরি করেই তিনি ক্ষান্ত হননি; তিনি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভঙ্গ করেছেন নির্দিষ্ট পরিমাপের চাইতে কয়েকগুণ বড় ছ্িব (নিজের ও প্রতীকের ছবি) উক্ত রঙিন ব্যনারে ব্যবহার করে। নগরীর মুন্নাফের মোড় এলাকার স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পরেরদিন মি.প্রিন্স নির্বাচন আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ বাড়ির তৃতীয় তলায় বিশালাকার একটা রঙিন ব্যানার ঝুলিয়েছেন। এলাকার সচেতন ব্যক্তিরা তাকে সেই ব্যনারা খুলে নেবার কথা বললেও তিনি কর্ণপাত করেননি।
আচরণ বিধি ভঙ্গের বিষয়ে জানতে চাইলে প্রার্থী সালেহ আহমেদ প্রিন্স বলেন, এই আইন সম্পর্কে আমার জানা ছিলনা। আমি এবিষয়ে জানতামনা। গত ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ঘোষণাকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে “নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫” সম্পর্কে স্পর্শভাবে অবগত করেছেন। এছাড়াও প্রত্যেক প্রার্থীকেই সেসংক্রান্ত একটি করে পিডিএফ কপিও হয়তো দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইডে এসম্পর্কে বিস্তারিত দেয়া আছে। এতোকিছুর পরেও আপনি কেনো নিয়মের ব্যত্যয় ঘটালেন প্রশ্নের প্রতুত্ত্বরে তিনি আবারো বলেন, আমি এই নিয়মগুলো জানতামনা। আজ (২৫ জানুয়ারি) সন্ধ্যার পরেই আমি ব্যানার খুলে ফেলবো। স্থানীয়দের দেয়া তথ্যের সত্যতা যাচাই করতে প্রার্থী প্রিন্সের ভবনের নিচের সিড়িঘর স্থলে গিয়ে দেখা গেছে আরো কয়েকটি বিশালাকার রঙিন ব্যানার মজুদ করে রাখা হয়েছে।
প্রার্থী কর্তৃক আচরণ বিধি লঙ্ঘণ বিষয়াবলী ও ‘প্রার্থী নির্বাচন আচরণ বিধি সম্পর্কে অবগত নন’; বলে জানান এই প্রতিবেদকে; এমনটা রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার’কে জানানো হলে তিঁনি বলেন, প্রার্থী আইন সম্পর্কে অবগত নন, এটা কোন ‘এক্সকিউজ’ হতে পারেনা। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।
এদিকে, মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোন ব্যানার ব্যবহার করা যাবেনা বলে বিধিমালাতে উল্লেখ থাকলেও। রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অসংখ্য ব্যানারে দেখাগেছে সেই আইনের ব্যত্যয়ের মতো ঘটনাও। লিফলেট-হ্যান্ডবিল ও ফেস্টুনে সেই বিধি মানা হলেও মানা হচ্ছেনা অসংখ্য ব্যানারে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
