× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে স্ত্রীকে মারধর ও বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনিরা আক্তার আন্নি(২৫) নামে এক গৃহবধূকে মারধর ও বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার(২৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী মোঃ পারভেজ পলাতক রয়েছে।

নিহত মনিরা আক্তার আন্নি পৌর শহরের কলেজপাড়া এলাকার মোঃ মহিদুল ইসলামের মেয়ে এবং স্বামী মোঃ পারভেজ পার্শ্ববর্তী বস্তিপাড়া এলাকার মোঃ আনোয়ারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত আট বছর আগে পারিবারিকভাবে এই মনিরা আক্তার আন্নির বিয়ে হয় নাটোরের লালপুর উপজেলার প্রবাসী মোঃ মামুন নামে এক ব্যক্তির সঙ্গে। সেখানে তার তিনটি বাচ্চাও রয়েছে। পরে ফেসবুকের মাধ্যমে পৌর শহরের বস্তিপাড়া এলাকার পারভেজ নামে আরেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আন্নির। সর্বশেষ তিন মাস আগে আন্নি তার ছোট মেয়ে মোছাঃ মরিয়ম খাতুনকে(৬) নিয়ে পালিয়ে এসে প্রেমিক পারভেজকে বিয়ে করেন। বিয়ের পর তারা দাশুড়িয়ার বহরপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রথম স্বামী মামুন আন্নি ও তার সন্তানদের ভবিষ্যৎ এর জন্য ডিপিএস করে ৯ লাখ টাকা রেখেছিলেন। সেই টাকা তুলে নিয়ে আসার জন্য দ্বিতীয় স্বামী পারভেজ আন্নিকে প্রচন্ড চাপ দিচ্ছিলো। তবে সেই টাকা তুলতে অস্বীকৃতি জানালে গতকাল সেই টাকা নিয়ে ঝগড়া ও মারধর করে আন্নিকে জোরপূর্বক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে শয়নকক্ষে আটকে রেখে পালিয়ে যায় স্বামী পারভেজ। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে মনিরা আক্তার আন্নির ছোট ভাই ইমন বলেন, আমার বোন দ্বিতীয় বিয়ের পর তার সঙ্গে আমাদের তেমন যোগাযোগ ছিলনা। তবে জানতে পারতাম তাকে মাঝেমধ্যেই টাকার জন্য মারধর করা হয়। সেই একই জের ধরে আজকে এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।

আন্নিকে হাসপাতালে নিয়ে আসা বহরপুর ভাড়াবাসার আসেপাশের স্থানীয় কয়েকজন বলেন, বিকেল হলেই সে বাহিরে এসে গল্পগুজব করতো। কিন্তু কাল তার কোন সাড়াশব্দ না পেয়ে একজন ডাকতে গিয়ে দেখে ঘরের মেঝেতে পড়ে আছে। পরে আমরা আন্নিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। কেন বা কি কারনে এমন ঘটনা ঘটেছে তা জানা নেই।

ভাড়াবাসার দায়িত্বরত নৈশপ্রহরী মোঃ রবিউল ইসলাম রবি বলেন, আমি সন্ধার পর এসে জানতে পারি আন্নিকে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয় লোকজন। তবে এমন ঘটনা খুবই্ দুঃখজনক। আমি যতদিন তাদের দেখেছি কখনও তাদের মধ্যে ঝগড়া মারামারির কোন বিষয় লক্ষ্য করিনি।

ঘটনাস্থলে উপস্থিত ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়েটির ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.