ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সানকিভাঙ্গা গ্রামে নতুন কার্যালয় চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এ কার্যালয় থেকেই দলের নির্বাচনী প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ পরিচালিত হবে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নির্বাচনী এই অফিস উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা মহিলাদলের সভাপতি ফারজানা সরকার ৷
এসময় উপস্থিত ছিলেন,৯নং জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আকতার হোসেন প্রধান,জেলা যুবদলের সদস্য মুরাদ বেপারী, মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য মো: আল- আমিন সরকার,ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শুক্কুর আলী ঢালী,স্বেচ্ছাসেবক দলের নেতা সাধীন সরকার,উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক আমেনা বেগম,সহসভাপতি লাভলী আক্তার, সাংগঠনিক সম্পাদক সপ্না আক্তার,সহসাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম, সেলিনা আক্তার,প্রচার সম্পাদক মাকসুদা বেগম,সহপ্রচার সম্পাদক আছমা আক্তার, দপ্তর সম্পাদক মনিরা বেগম, সদস্য রাহেলা আক্তারসহ জহিরাবাদ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
অফিস উদ্বেধনকালে উপজেলা মহিলাদলের সভাপতি ফারজানা সরকার বলেন, দলের নির্বাচনী কার্যক্রম দলের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো কার্যক্রম সুন্দরভাবে সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস। চাঁদপুর- ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস়্য পদপ্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করার লক্ষে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরার আহববান জানান তিনি ৷
পরে সানকিভাঙ্গা, লেংটারবাজার, নমসানকিভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন তারা ৷
গণসংযোগ শেষে সন্ধার পরে মহিলাদলের নির্বাচনী কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয় ৷