মৌলভীবাজার-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং পৌর ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন তাঁর প্রধান অগ্রাধিকার হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগ ও এম সাইফুর রহমান সড়কে ধানের শীষের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাসের রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম তেমন হয়নি। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাগরিক দুর্ভোগ কমাতে পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মৌলভীবাজার-৩ আসনের দুই থানা ও পৌরসভা এলাকাকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। জনগণের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ভোটাধিকার প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে ভোটাররা নিজেদের ভোট নিজেরা দেওয়ার সুযোগ পাবেন—এমন প্রত্যাশা তাঁর। তিনি বলেন, এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী , মাহমুদুর রহমান, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম নাসের রহমানকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।