× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ বালু উত্তোলন করে যারা উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন, আমরা তাদেরকে প্রতিহত করব-ডা. ফখরুদ্দিন মানিক

ইমাম হোসেন খাঁন : দাগনভূঞা (ফেনী)

২৫ জানুয়ারি ২০২৬, ২০:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফেনী-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়ন ও ১নং চরমজলিশপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারকেন্দ্রিক এলাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়।

সকালে বড় ঈদগাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ওসমানিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকা, ওসমানিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা ও কাজির হাট মডেল হাই স্কুল সংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিকেলে তাকিয়া বাজার এবং কুঠির হাট বাজার এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। নারী পুরুষদের ব্যাপক অংশগ্রহণে দুটি পথসভা জনসভায় পরিণত হয়।

পথসভাগুলোতে ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, “এই ১১দলীয় জোটের মধ্যে জামায়াতের মতো অভিজ্ঞ রাজনৈতিক দল আছে, অন্যান্য ইসলামিক দল আছে, মুক্তিযোদ্ধাদের দল আছে, জুলাই অভ্যুথ্যানের নেতৃত্ব দানকারী সংগঠন আছে। এই জোটটি হচ্ছে সবচেয়ে কার্যকরী জোট”

এসময় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ কালচারাল একাডেমীর সেক্রেটারি ইব্রাহীম বাহারি, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা, ফেনী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.