× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৬, ২০:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নওগাঁয় সংঘটিত একটি সংঘবদ্ধ ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় অপহৃত ট্রাকের চালক ও হেল্পারকে উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত ২২ জানুয়ারি দিনাজপুর জেলার বদরগঞ্জ এলাকা থেকে একটি ট্রাকে করে ২৫০ বস্তা, মোট ৫০০ মন ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন চালক মারুফ ও তার সহকারী শামীম। ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল পিছন দিক থেকে ওভারটেক করে ট্রাকটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা ট্রাকের গ্লাস ভেঙে চালক ও হেল্পারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ধান বোঝাইকৃত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে বগুড়ার মোকামতলা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর এলাকায় অভিযান চালিয়ে গোলাপ (২৪) ও লাভলু (২৮) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে রাকিব হোসেন শরীফ (২৭), রফিকুল ইসলাম অপু (৩১) ও সাজিদুল ইসলাম সবুজ (২৩) নামে আরও তিনজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় জড়িত মোট ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, চারটি বাটন মোবাইল ও তিনটি স্মার্টফোনসহ মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.