× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার বন্ধের জোরালো দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখা।


রোববার (২৫ জানুয়ারি) সংগঠনটির জেলা শাখার নেতৃত্ববৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিশু নীতি–২০১১ ও শিশু আইন–২০১৩ অনুযায়ী শিশুদের নির্বাচনী বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বাস্তবে শিশুদের দিয়ে মিছিল, পোস্টার বহন, স্লোগানসহ নানা কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। 

এর ফলে শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়।

এ সময় মাহমুদ হাচান বলেন, “শিশুদের হাতে বই থাকার কথা, ব্যানার নয়। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধীই নয়, এটি একটি নীরব নির্যাতন। আমরা এমন নির্বাচন চাই, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাবে।”

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের সুরক্ষা ও আইন বাস্তবায়নে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব, মানবিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই সচেতনতামূলক আন্দোলন অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.