× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘কাপ আইসেছে বাড়িতে’-আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে নগরীতে বিপিএল ট্রফি নিয়ে উল্লাস

রাজশাহী ব্যুরো:

২৬ জানুয়ারি ২০২৬, ১৪:২১ পিএম

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) ট্রফি জয়ের আনন্দে ছাদখোলা বাসে করে রাজশাহী শহর প্রদক্ষিণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমসহ দলের অন্যান্য খেলোয়াড়রা। সোমবার (২৬ জানুয়ারি) রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ছাদখোলা বাসে বিপিএল ট্রফি উঁচিয়ে ধরে সমর্থকদের অভিবাদন জানান শান্ত-মুশফিকরা।


দলের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই রাজশাহী নগরীর সড়কগুলোর দুই পাশে ভিড় করতে থাকেন হাজারো ক্রিকেটপ্রেমী। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ ও লাইভে বিজয় মুহূর্ত শেয়ার করেন।


মিছিল চলাকালে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানান সমর্থকরা। ছাদখোলা লাল রংয়ের বাসে চড়ে খেলোয়াররা আনন্দ উল্লাস করার পাশাপাশি উৎসুক জনতার উদ্দেশ্যে অভিবাদন গ্ৰহণ করেন। বাসের সামনে বড় বড় অক্ষরে লিখা ছিল "কাপ আইসেছে বাড়িতে"। 'কাপ আইসেছে বাড়িতে'- এই ভাষাটি মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলের বা উত্তরবঙ্গের উপভাষার একটি বৈশিষ্ট্যপূর্ণ উচ্চারণ। এই আঞ্চলিক বাক্যে "কাপ "আইসেছে" (এসেছে/আসছে) বাড়িতে বলে উল্লেখ করা হয়েছে, যা রাজশাহী অঞ্চলের ভাষারীতিতে স্বাভাবিক উচ্চারণভঙ্গি। 


এ সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই অর্জন রাজশাহীর মানুষের। আপনাদের ভালোবাসা আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। অন্যদিকে মুশফিকুর রহিম বলেন, এমন ভালোবাসা একজন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।


বিপিএল ট্রফি জয় এবং ছাদখোলা বাসে সংবর্ধনা-রাজশাহীর ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.