× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৭

রাকিব আলী (কুষ্টিয়া) দৌলতপুর প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৬, ১৪:২৭ পিএম

জয় বাংলা বলাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ মোড়ের মাস্টারপাড়া সড়কে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অবস্থায় ৭ জন দৌলতপুর হাসপাতালে ভর্তি হলে ৪ জনকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং ৩ জন দৌলতপুর হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করছেন। 


রোববার সন্ধা ৭. ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, শীতলাইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজন, তোফাজ্জেল হোসেনের ছেলে মাসুম পারভেজ রতন, মাদার আলীর ছেলে রাজিব, আনারুল ইসলামের ছেলে মিঠুন ও অপরপক্ষের দৌলতপুর গার্লস কলেজ মো্ড় এলাকার আলাউদ্দিন আলীর দুই ছেলে ইমন ও আশিক এবং আরশেদ আলীর ছেলে মিন্টু।


শীতলাইপাড়া পাড়া গ্রামের আহত মিঠুন অভিযোগ করে বলেন, গার্লস কলেজ মোড়ে সন্ধ্যার পরে ইমন আশিক ও তার লোকজন একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দেয় এমন খবর পেয়ে আমরা তার প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হাত কুড়াল রামদা লোহার স্টিক সহ তাদের লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি মারধর করে ও হাত কুড়াল দিয়ে কুপিয়ে আমাদের মর্মান্তিক জখম করে। 


এদিকে অপরপক্ষের আহত মিন্টু বলেন, সন্ধ্যার পরে আমার দুই ভাগ্নিকে, রতন সহ তাদের লোকজন মারধর করলে তাদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা আমাদের উপর চড়াও হয়ে আমাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। কোন দল করেন এমন প্রশ্ন মিন্টু বলেন  তারাও বিএনপি করে আমরাও বিএনপি করি। 



এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মন্টি সরকার জানান, জয় বাংলা বলা কে কেন্দ্র করে সন্ধ্যার পরে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে যেটা দৌলতপুর উপজেলা বিএনপি কোনভাবেই সমর্থন করে না। প্রশাসনকে অনুরোধ করব সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করুন।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সবাই চিকিৎসা নিচ্ছে এখনো পর্যন্ত কোন অভিযোগ আমরা হাতে পাইনি তবে অভিযোগ পেলে আইনি সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এবং এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.