নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষে গোপনে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি স্মার্টফোন জব্দ করা হয়, যেগুলো ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়ায় অংশ নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রবিউল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৮), মোজাফফর হোসেনের ছেলে নূর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), নিতাই গাংবেড় গ্রামের আঞ্জু মিয়ার ছেলে শাহিন আলম বক্তা (২৬),
মৃত সিদ্দিকুলের ছেলে আব্দুল আজিজ (২২) এবং মজির আলীর ছেলে মানিক ইসলাম (২৮)।
কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জনৈক রবিউল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন যুবক ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলছে। তথ্যের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন জুয়াড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।