কক্সবাজারের মহেশখালীর হামিদিয়ার খালের মুখ এলাকায় চ্যানেলে স্পিডবোট দুর্ঘটনায় এক মহিলার করুন মৃত্যু হয়েছে। এ সময় অপর যাত্রীদের জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ জানুয়ারী (সোমবার) ১২টার দিকে মহেশখালী চ্যানেলে যাত্রী নিয়ে স্পিডবোট উল্টো এ ঘটনা ঘটে।
নিহত মহিলাটির বিস্তারিত পরিচয় তাক্ষনিক কেউ দিতে পারেননি। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজারগামী একটি দ্রুতগামী স্পিড বোটে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। যাত্রাপথে স্পিড বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে গেলে চালক নৌযানটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন। পরে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর জন্য ইঞ্জিনটি পেছনের দিকে তুলে ধরেন।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি স্পিড বোট এসে থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে স্পিড বোটটি উল্টে যায় এবং এতে এক নারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। বোটে থাকা এক চালক ও যাত্রী সূত্রে গুরতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনাকবলিত স্পিড বোটটি কক্সবাজারের স্থানীয় একজন ব্যক্তির মালিকানাধীন বলে জানা গেছে। বোটটি মনজুর নামের এক চালক সাময়িকভাবে পরিচালনা করছিলেন