× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

উবাসিং মারমা রুমা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বান্দরবানের রুমা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ করেছেন ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী।


সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম ও জনবহুল এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজার সভা করেন। প্রচারণাকালে তিনি রোয়াংছড়ির সীমান্তবর্তী খামতাম পাড়া, পাইন্দু ইউনিয়নের থোয়াইম্ব পাড়া, ছাইপো পাড়া, চান্দা পাড়া, রুমা সদর ইউনিয়নের সদরঘাট, ক্রইৎক্ষং ঝিরি, মুরুং বাজার, ডলুঝিরি, ১২ মাইল এবং রুমা উপজেলা সদরের বিভিন্ন বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য 

বান্দরবান ও সাবেক চেয়ারম্যান স্থানীয় সরকারের পরিষদ জেলা বিএনপি  জেলা বিএনপি আহবায়ক  সাচিংপ্রু (জেরি)। 


অনুষ্ঠানে সভাতে  উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক জেলা বিএনপি অধ্যাপক ওসমান গনি, সাশৈপ্রু মারমা হেডম্যান, বান্দরবান  সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, যুগ্ন আহবায়ক জেলা বিএনপি মজিবুর রশিদ, আব্দুল মাবুদ,জেলা বিএনপি সাবেক কোষাধক্ষ চিংসাপ্রু ( কেসি),সাবেক উপজেলা চেয়ারম্যান থানছি খামলাই ম্রো,জেলা বিএনপি সদস্য শৈসাঅং মারমা (হেডম্যান), এ্যাডভোকেট মাধবী মারমা, জেলা বিএনপি সদস্য নুমংপ্রু মারমা এবং রুমা উপজেলায় সাবেক সভাপতি থুইসাঅং  মারমা, সাবেক সিনিয়র  সহ-সভাপতি উপজেলা বিএনপি 

পালিয়ান হেডম্যান,উপজেলা মহিলা দল সভানেত্রী ঙৈনুচিং মারমা, সাবেক মেম্বার চিংসাথোয়াই মারমা (বিপ্লব), ৩ নং ওয়ার্ডের রুমা সদর ইউনিয়নের মেম্বার জনমনি ত্রিপুরা। 



পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিংপ্রু জেরী বক্তব্যে জানান ,রুমার মতো দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ডের আওতায় এনে ন্যায্য মূল্যে সহায়তা নিশ্চিত করা হবে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়—পাহাড়ি ও বাঙালি—একসঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচটি বছর বিএনপি পরিবার মানুষের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিন, এবং সকল ধর্মে মানুষ একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি। 


এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.