২৭ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বিকাল ৫ টায় জামালপুর শহর বিএনপির আয়োজনে সমাবেশ শেষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ এর সঞ্চালনায় জামালপুর জেলা বিএনপির জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফিক, সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মুকিদুর রহমান মমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন বাভুল প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে আনন্দ মিছিলটি শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তমালতলা,সকাল বাজার প্রদক্ষিণ করে বকুল তলায় গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে নারী নেতাকর্মীরা সহ জেলা ও সদর এবং শহর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।