× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ গরু বিতরণ অনুষ্ঠিত হয়েছে

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংবাদ সারাবেলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন খোলা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-অমিন সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে তারা অবৈধভাবে মাছ আহরণে না জড়ায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিশ্চিত হয়।


তিনি আরও বলেন, এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে জেলেরা আত্মনির্ভরশীল হতে পারবে এবং ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে জেলেদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে এই প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে জেলেদের আয়ের উৎস বৃদ্ধি পেলে জলজ সম্পদের ওপর চাপ কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.